প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির শীর্ষ মুরুব্বী, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর, আল-জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি আল্লামা মুফতি মোজাফ্ফর আহমদ রহ. স্মরণে আলোচনা সভা ও দু’আ মাহফিল করেছে কক্সবাজার শহর নেজামে ইসলাম পার্টি। ২২ মে (সোমবার) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ইসলামী ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন কুরআন হাদীস ফিক্হ, সমাজ চিন্তা, আধুনিক জ্ঞানে অতুলনীয় ছিলেন মুফতি মোজাফ্ফর আহমদ রহ.। তিনি মানুষ গড়ার সুদক্ষ কারিগর ও আদর্শ শিক্ষক ছিলেন।

তিনি নেজামে ইসলাম পার্টির সাবেক সভাপতি খতীব আযম আল্লামা সিদ্দিক আহমদ রহ. এর রাজনৈতিক শিষ্য ছিলেন। আমৃত্যু তিনি নেজামে ইসলাম পার্টির অভিভাবকত্ব করেছেন। তিনি নাস্তিক, মুরতাদ খোদাদ্রোহী তৎপরতার প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিটি কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়, ইসলাম বিদ্বেষী শক্তির মোকাবেলায় একজন সাহসী আলেমের ভূমিকা পালন করেছেন।

শহরের হোটেল পালংক্যি অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস, মাসিক আত-তাহওহীদের সহ-সম্পাদক মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ্। তিনি বলেন আল্লামা মুফতি মোজাফ্ফর আহমদ রহ. ছিলেন ইলমে নবভীর একজন সুদক্ষ উস্তাযএবং ঈমানী চেতনার বাতিঘর। ঈমানের মশাল প্রজ্জ্বলিত রাখতে এমন বুযুর্গ মনীষীদের জীবনধারা চর্চা করতে হবে।

শহর নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা নুরুল হক চকোরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ আলোচক ছিলেন আল্লামা মুফতি মোজাফ্ফর আহমদ রহ. এর সাহেবজাদা মাওলানা মুহামুুদুল্লাহ মুজাফ্ফর, জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ আবদুল হক, জেলা নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুল আলম আল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু মুছা, ইসলামী ছাত্রসমাজের সাবেক নেতা মাওলানা মুফতি হাবিবুল্লাহ রব্বানী, আর্ন্তজাতিক ক্বেরাত সংস্থার জেলা নির্বাহী সভাপতি মাওলানা ক্বারী সাইফুল্লাহ কাসেমী, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

শহর নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা খালেদ সাইফীর সঞ্চালনায় এ সভার শুরুতে কুরআন মজিদ থেকে তিলাওয়াত করেন, সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ সালেম। ইসলামী সংগীত পরিবেশন করেন, হাফেজ মুহাম্মদ জসিম উদ্দিন।

সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, খুরুশকুল তালিমুদ্দিন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, মক্কা নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মনজুরে ইলাহী, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ দেলাওয়ার হোসাইন, নেজামে ইসলাম পার্টির শহর শাখার দায়িত্বশীল মাওলানা হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা জসিম উদ্দিন মাহমুদ, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, হাফেজ আবুল খাইর, মাওলানা হাফেজ আলী হায়দার, মাওলানা জয়নাল আবেদীন তাওহীদ, হাফেজ আবুল ছৈয়দ, ইসলামী ছাত্রসমাজের সাবেক নেতা মাওলানা হাফেজ হেলাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ মুছা, রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ, সদর উপজেলা আহ্বায়ক মাহমুদুল হাসান, শহর সমন্বয়কারী সাইফুর রহমান প্রমুখ।

মরহুম আল্লামা মুফতি মোজাফ্ফর আহমদ রহ. এর রুহের মাগফেরাত কামনায় সকালে জেলার বিভিন্ন মাদ্রাসার সমন্বয়ে ৮টি খতমে কুরআন আদায় করা হয় এবং আলোচনা সভা শেষে বিশেষ মুনাজাত করা হয়।