খালেদ হোসেন টাপু,রামু
কক্সবাজারের রামুতে কমিউনিটি পুলিশের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গি ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ মে উপজেলা মিলনায়তনে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, প্রধান আলোচক ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাজাহান আলি, প্রধান বক্তা ছিলেন, রামু উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি জাফর আলম চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক তরুণ বড়–য়া।
এতে আরও বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং নেতা চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, রশিদ নগর চেয়ারম্যান এমডি শাহ আলম, এস আই মুকিবুল হোসেন, কমিউনিটি পুলিশিং নেতা তপন মল্লিক, আবদুল্লাহ বিদ্যুৎ, মঞ্জুর আলম, মোঃ ইসমাঈল, কামাল হোসেন মেম্বার, আজিজুল হক আজিজ প্রমুখ।
সভায় বক্তারা এলাকায় কোন সন্দেহ জনক ব্যক্তি ও কর্মকান্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে তথ্য দিতে সকলকে আহ্বান জানান। ধর্মীয় অনুশাসন ও সামাজিক রীতিনীতি মেনে চলা ও ধর্মের অপব্যবহার রোধে সকলকে সজাগ থাকার অনুরোধ জানান।
…………………………………………….