মোঃ আশেকউল্লাহ ফারুকী, টেকনাফ :

দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদে জনগুরুত্বপূর্ণ সচিবের পদটি দীর্ঘদিন যাবৎ শূন্য রয়েছে। এতে ইউপি সদস্য এবং জনগণ চরমভাবে ভোগান্তির মধ্যে রয়েছে বলে জানা গেছে। স্থায়ীভাবে সচিব পদটি শূণ্য থাকায় এ দ্বীপে উন্নয়নকাজে বাধাগ্রস্থ হচ্ছে বলে স্থানীয় ভূক্তভোগী জনগন সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন। বর্তমানে এ পদে ভারপ্রাপ্ত অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত আছেন, টেকনাফ সদর ইউনিয়নের সচিব মোঃ সরোয়ার। ইউপি নির্বাচনের পর গত ৩ মাসে মাত্র একবার দেখা মিলেছে সেন্টমার্টিনদ্বীপে বলে স্থানীয়রা জানান। উল্লেখ্য থাকে যে, সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়ন এবং একটি পর্যটন এলাকা হিসাবে পরিচিত। এ দ্বীপে চলতি মওসূমে স্থানীয় সরকারের অধীনে বেশ কিছু উন্নয়ন প্রকল্প এবং জনগণের মৌলিক কাজ, সচিব সংকটের কারণে থমকে আছে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন। দ্বীপবাসীরা স্থানীয়ভাবে সচিব নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ঠদের প্রতি দাবী জানান। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান নুর আহমদের সাথে মুঠোফোনে জানতে চাইলে, তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব্য হয়নী।