গরম

প্রকাশ: ২২ মে, ২০১৭ ১১:৫৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


শফিউল্লাহ নান্নু

অতি তাপে চরম গরম
বেহাল দেহের অবস্তা,
আমার দেশে এখন দেখি
তাপমাত্রা ও খুব সস্তা।

এতো গরম রাখবো কোথায়
রাখার জায়গা নাই,
মাথার ঘামে পা ভিজে যায়
ঠান্ডা কোথায় পাই।

গরম গরম চা ও গরম
গরম পরিবেশ,
বাইরে গরম ভিতরে গরম
গরমের নেই শেষ।

তাপের জ্বালায় ইচ্ছে করে
যায় চলে যায় বৃন্দাবন,
এতাই গরম ওতাই গরম
গরম সারাক্ষণ।

তাই তো আর আজ হয় না সহ্য
এমন চরম উপ্ত গরম,
যায় না রাখা কাপড় গায়ে
কেড়ে নিলো লজ্জা শরম।

টেকনাফ,কক্সবাজার