মো. ফারুক, পেকুয়া:

পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ২৪তম সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। সমবায় কমিউনিটি ক্লাব হল রুমে ২১ মে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ সাধারণ সভা চলে।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাষ্টার নাসির উদ্দিন। সাধারণ সম্পাদক তারেক ছিদ্দিকীর পরিচালনা সভায় উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান, সমিতির সদস্য জেলা আ’লীগ উপদেষ্টা এ্যাডভোকেট কামাল হোসেন, জেলা আ’লীগ সদস্য এস এম গিয়াস উদ্দিন, আ’লীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম, মাষ্টার আহমদ কবির, যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মো: মফিজ, বাজার সমিতির সভাপতি আকতার আহমদ, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ঋণদান কমিটির সভাপতি জাফর আলম, মঈন উদ্দিন, নুরুল আজিম, অত্র সমিতির সহ-সভাপতি ছৈয়দ বেলাল, ডিরেক্টর মো: ইসমাঈল, নাজেম উদ্দিন, সামশুল আলম ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক এহেতেশামুল হক, বাজার সমিতির ডিরেক্টর মো: ইকবাল ও মো: শফি। প্রশ্নত্তোর পর্বে বিভিন্ন সদস্যদের প্রশ্নের উত্তর দেন সমিতির সভাপতি মাষ্টার নাসির উদ্দিন।

এ সময় সভাপতি মাষ্টার নাসির উদ্দিন বলেন, দক্ষিণ এশিয়ার বৃহত্ত এ সমিতিতে ৭ হাজার ২ শত উপরে বর্তমান সদস্য/সদস্যা সংখ্যা। কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে। কিছু কুচক্রি মহল এ সমিতিকে ধ্বংস করতে পায়তারা শুরু করেছে। সদস্য/সদস্যারা আমাকে তাদের আমানত রক্ষা করতে পরপর দুইবার সভাপতি নির্বাচিত করেছে। সামনের দিনগুলোতেও সমিতির স্বার্থ রক্ষার্থে আমার আন্দোলন চলবে। তার এ বক্তব্যকে সকলে সাধুবাদ জানিয়েছেন।