,এখলাস হোসেন, চ.বি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগে আজ ২১ মে ২০১৭ ইং রোজ রোববার সকাল ১১টা থেকে ২.৩০টা পর্যন্ত আয়োজন করা হয় কলকাতা থেকে আগত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিশিরকুমার ভাদুড়ি অধ্যাপক নাট্য নির্দেশক ড.সৌমিত্র বসুর ‘নাট্যসৃজন ও শ্রুতি নাট্য’ শিরোনামে কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
শুরুতেই নাট্যকলা বিভাগের সভাপতি অসীম দাশ অতিথিকে বিভাগীয় শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানটিকে দুইধাপে সাজানো হয়েছে। প্রথমে নাটক নির্দেশনা সংক্রান্ত আলোচনা, পরবর্তীতে নাটক কেন দেখব ও করব, নাটক রচনা পদ্ধতি,
সংলাপের বৈপরীত্য, সাহিত্যের উৎপত্তি, পঞ্চইন্দ্রিয় এবং বিভিন্ন বিখ্যাত নাট্য নির্দেশক পরিচিতি ও নাট্য নির্দেশনার খুটিনাটি বিষয়ে ঘরোয়াভাবে আলাপ আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে অতিথি ড.সৌমিত্র বসু একটা গল্প বললে, তা নাট্যরূপ দিয়ে  বিভাগীয় শিক্ষার্থীরা করে দেখান এবং অতিথির অনুরোধে চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা গম্ভীরা প্রদর্শন করে দেখান। অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে ‘শ্রুতি নাটক’ নাটকে অংশগ্রহণ করেন অতিথি নিজেই এবং তাঁর সহধর্মিনী সুমিতা বসু।সবশেষে বিভাগের সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বাংলা বিভাগের শিক্ষক প্রকাশ দাশগুপ্ত, নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.কুন্তল বড়ুয়া এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।অতিথিদের সাথে
ছবি তোলা ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।