সিবিএন:

কক্সবাজার পৌরসভার বাজারঘাটা এডভোকেট ছালামত উল্লাহ সড়কে স্থাপিত ডাস্টবিনটি চুরি হয়ে গেছে বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছে, পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা ডাস্টবিনটি নিয়ে গেছে। পরে একটি বাড়ী থেকে তা উদ্ধার করা হয়। এ জন্য অসাধূ লেবার সুপারভাইজারকে দূষছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা নুরুল হক নুর বলেন, এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে গত ২৬ মার্চ আমি ব্যক্তিগত উদ্যোগে ডাস্টবিনটি দিয়েছিলাম। কিন্তু আজ (২০ মে) সকালে দেখলাম- জনস্বার্থে আমার টাকায় স্থাপিত ডাস্টবিনটি নেই। তিনি বলেন, খোজঁ নিয়ে জানলাম পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা ডাস্টবিনটি বিক্রি করে দেয়ার জন্য অন্য একটি বাড়ীতে নিয়ে রেখেছে। এলাকাবাসী সাথে নিয়ে সেটি উদ্ধার করলাম।

তিনি বলেন, উদ্ধারকৃত ডাস্টবিনটি ৮নংওয়ার্ডের লেবার সুপারভাইজার আশিশের হাতে তুলে দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে ভারপ্রাপ্ত পৌরমেয়র মাহবুবুর রহমানকে ফোন দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।