হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফের হ্নীলা ওয়াব্রাং গ্রামে প্রতিপক্ষের চলাচলের রাস্তার বিরোধ নিয়ে হামলায় নারী ও শিশু আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের টেকনাফ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহষ্পতিবার ১৮ মে সকালে এ ঘটনা ঘটে। আহত পক্ষ এ ব্যাপারে মামলা করবেন বলে জানিয়েছেন। আহতরা হলেন ইউনিয়নের ওয়াব্রাং গ্রামের মোঃ আলীর স্ত্রী রাহেলা বেগম (৪০) এবং আফসার উদ্দিনের শিশু পুত্র আল মোহাম্মদ জয় (৬)।

আহত গৃহবধু রাহেলা বেগমের স্বামী মোঃ আলী জানান চলাচলের রাস্তা প্রতিপক্ষরা জবরদখল করলে মিমাংসা করার জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মহিলা মেম্বারকে জানানো হয়। ১৮ মে মিমাংসা করার নির্ধারিত তারিখ ছিল। কিন্ত প্রতিপক্ষ রাহমত আলী, শাহজাহান, রেজাউল করিম, ওমর ফারুক ও হাসিনা বেগম সালিশ বৈঠক অগ্রাহ্য করে হামলা চালায়। তারা শিশু আল মোহাম্মদ জয় এর হাতের রগ কেটে দেয়ার চেষ্টা ও গৃহবধু রাহেলা বেগমকে মারধর করে।