হাফিজুল ইসলাম চৌধুরী :

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহজাহান আলি বলেছেন, ভালো রাজা হলে দেশ ভালো হয়, জনগণ সুখে থাকে। বৃহস্পতিবার (১৮মে) দুপুরে উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুস্থ গোষ্ঠীর উন্নয়ন সহায়তা (ভিজিডি) প্রকল্পের চাল বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান আলি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে খাদ্য উৎপাদন বেড়েছে, যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি হয়েছে, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে, স্যানিটেশন ব্যবস্থা ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে, রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। শতভাগ ছেলেমেয়েকে বছরের প্রথম দিন বিনামূল্যে বই দিয়ে পৃথিবীকে চমকে দিয়েছে বর্তমান সরকার।’

উপস্থিত দুস্থ নারীদের উদ্দেশ্যে ইউএনও বলেন, ‘গ্রামে বলা হয় যে, মেয়ে ঋতুপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দাও। এর ফলে বাল্যবিবাহের সংখ্যা বাড়ছে। তাই যৌতূক, অশিক্ষা আর কুসংস্কার এর ন্যায় অনাচার দূর করতে হবে সমাজ থেকে। বাল্য বিবাহ রোধে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করতে হবে মায়েদের।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন-স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলি আলাউদ্দিন খান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের রামুর ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছার উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের প্রকৌশলি মাসউপ রানা সায়েম, দৈনিক আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার হাফিজুল ইসলাম চৌধুরী, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল, গর্জনিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল শর্মা, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা, ইউপি সচিব আবুল কাশেম, ইউপি সদস্য হাসিনা আক্তার, রেহেনা আক্তার, আনজুমান আরা, নুরুল আলম সিকদার, আজিজুল হক সিকদার, কামাল উদ্দিন, এহেছান উল্লাহ, মনি আলম, মুফিজুর রহমান, আব্দুল জাব্বার, কবির আহমদ, নুরুল ইসলাম সওদাগর, স্বেচ্ছাসেবকলীগ নেতা সরওয়ার কামাল, গর্জনিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তানজিদ রায়হান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রমিকনেতা আনিসুর রহমান। এদিকে ভিজিডির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে মাঝিরকাটা গ্রামে গিয়ে বাঁকখালী নদীর ভাঙনস্থল পরিদর্শন করেন ইউএনও মো.শাহজাহান আলি’সহ অতিথিবৃন্দ।