শেফাইল উদ্দিন, কক্সবাজার সদর:

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে সন্ত্রাসী হামলায় এক টমটম চালক গুরুতর আহত হয়েছে। আহত টমটম চালককে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ১৭ মে সন্ধ্যায় চৌফলদন্ডী বাজারের অদূরে ঘোনাপাড়ায় এ ঘটনা ঘটে। আহত টমটম চালক জালালাবাদ ইউনিয়নের পালাকাটার (ঈদগাঁও বাজার প্রহরী) ছৈয়দুল হকের ছেলে মোহাম্মদ ইয়াছিন (১৯)।
জানা যায়, ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের ঈদগাঁও টমটম শ্রমিক পরিবহন ও চৌফলদন্ডী টমটম শ্রমিক পরিবহন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের ঘটনাকে কেন্দ্র করে টমটম শ্রমিক ইয়াছিন ভাড়া নিয়ে চৌফলদন্ডী যাওয়ার পথে চৌফলদন্ডী টমটম শ্রমিক পরিবহনের ৬/৭ জন চালক তাকে বর্ণিত স্থানে গতিরোধ করে লোহার রড ও হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে সে গুরুতর আহত ও অজ্ঞান হয়ে পড়ে। পথচারীরা তাকে উদ্ধার করে ঈদগাহ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে ডাক্তার অবস্থার অবনতি দেখে দ্রুত সদর হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত টমটম চালক ইয়াছিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় ঈদগাঁও বাজারে টমটম শ্রমিকদের মাঝে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে। এসময় ঘটনায় জড়িত ২ জন চৌফলদন্ডীর টমটম চালককে ঈদগাঁও পুলিশ আটক করেছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে এএসআই পিয়ারু জানান।