প্রেস বিজ্ঞপ্তি:

পরাধীন দেশের দুঃখ দুর্দশা জনিত বেদনা এবং শোষণমুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন, শোষিত মানুষের কর্মজীবন এবং ভবিষ্যত পৃথিবীর জন্য সংগ্রাম সুকান্ত সাহিত্যে মূল প্রেরণা। কবিতা আর বিপ্লব এই এক জোড়া শালিক তার রক্তের ভেতর ধুমিয়ে আলোবিদ্যার উৎসব জাগিয়েছিলো। প্রত্যেক মানুষকে সুকান্ত সাহিত্য পড়ে তার থেকে অনুপ্রেরণা সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে হবে

১৩ মে বিকাল ৪টায় হেমন্তিকা কার্যালয়ে হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্টী আয়োজিত তারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য্যরে ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক অনিল দত্তের সভাপতিত্বে ও ফাতেমা আক্তারের সঞ্চালনায় সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যাপক অজিত দাশ, অধ্যাপক হাশেম উদ্দিন, ঝিনুক মেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না, উদীচীর সাধারণ সম্পাদক দীপক দাশ, যুব নেতা ফাতেমা আক্তার মার্টিন, শহিদুল্লাহ শহিদ, রানা পাল, মোহাম্মদ এয়াকুব, প্রগতি লেখক সংঘের সংগঠক কালাম আজাদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল দাশ, আমান উল্লাহ প্রমুখ।