হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
দৈনিক রূপসীগ্রাম পত্রিকার কম্পিউটার অপারেটর জ-জ অংয়ের পিতা হ্নীলার এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী ও রাখাইন নেতা ক্যাহ্লাউ চৌধুরী স্ট্রোকে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। ১৪ মে দুপুরে শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে সমাহিত করা হবে। পারিবারিক সুত্রে জানা যায় ১২ মে রাত পৌনে ১১টার দিকে উপজেলার হ্নীলা চৌধুরীপাড়া রাখাইন পল্লীর বাড়িতে স্বর্গীয় মংরী সওদাগরের ১ম পুত্র, এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা ক্যাহ্লাউ চৌধুরী (৬১) স্ট্রোকে আক্রান্ত হয়ে বাড়িতেই পরলোক গমন করেন।
পরলোক গমনকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, জামাই, নাত-নাতনীসহ আতœীয়-স্বজন রেখে গেছেন। দৈনিক রূপসীগ্রাম পত্রিকার কম্পিউটার অপারেটর জ-জ অংয়ের পিতার পরলোক গমনের সংবাদ পেয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতা, জনপ্রতিনিধি এবং মিডিয়া জগতের অনেক নেতৃবৃন্দ দেখতে যান। ১৪ মে দুপুর ২টায় স্থানীয় শ্বশানে শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে চির নিদ্রায় শায়িত করা হবে।