সাহিত্য একাডেমীর ৩৮৮তম পাক্ষিক সাহিত্য সভায়

বার্তা পরিবেশক

কক্সবাজারের সাম্প্রতিক সাহিত্য চর্চার ঐতিহ্যের এক প্রেরণা ও গতির কারণ হয়ে দেখা দিয়েছে দুটি প্রতিষ্টা। প্রতিষ্টান দুটি হচ্ছে কক্সবাজার সাহিত্য একাডেমী ও ঋতবর্ণ প্রকাশনা। এ দুই প্রতিষ্টান প্রতিভার লালন, পৃষ্ঠপোষকতা ও গ্রন্থ প্রকাশের দুয়ার অবারিত করে এতদঅঞ্চলের কবি-সাহিত্যিক-লেখকদের বিকাশে বিশেষ সহায়ক ভূমিকা রেখে যাচ্ছে।

‘কক্সবাজারে সাহিত্য চর্চার সংক্ষিপ্ত সমীক্ষা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের মূল বিষয়ে উপরোক্ত বক্তব্য ফুটে উঠেছে।

গত ৫ মে ২০১৭ শুক্রবার বিকালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বৃক্ষ ছায়ায় একাডেমীর ৩৮৮তম পাক্ষিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য সভায় মূল বিষয় উপস্থাপন করেন কক্সবাজার সাহিত্য একাডেমীর স্থায়ী পরিষদ সদস্য, মহেশখালী আইল্যা- হাইস্কুলের সিনিয়র শিক্ষক কবি খালেদ মাহবুব মোর্শেদ।

প্রবন্ধকার তাঁর প্রবন্ধে বলেন, ‘কক্সবাজারের যে ভাষায় কথা বলে সেটা চাটগাঁইয়া আঞ্চলিক। এর উচ্চারণ রীতিও বাংলা থেকে মোটা দাগে পৃথক।’ এরপরেও কক্সবাজেেরর মানুষ সেই মধ্যযুগ থেকেই বাংলা সাহিত্য চর্চা ও সৃষ্টির ধারা চলে আসছে। এ ধারা এখনও অব্যাহত রয়েছে, ভবিষ্যতেও থাকবে।’

সাহিত্য একাডেমীর সভাপতি লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পঠিত প্রবন্ধের উপর আলোচনা করেন যথাক্রমে একাডেমীর স্থায়ী পরিষদের চেয়ারম্যান এডভোকেট কবি সুলতান আহমেদ, মূল্যায়ণ সম্পাদক কবি অমিত চৌধুরী, একাডেমীর স্থায়ী পরিষদ সদস্য গবেষক নুরুল আজিজ চৌধুরী, একাডেমীর সহ-সভাপতি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছড়াকার মো. নাছির উদ্দিন, একাডেমীর নির্বাহী সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ পিটিআইর প্রাক্তন সুপার রাজবিহারী চৌধুরী, একাডেমীর নির্বাহী সদস্য কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গল্পকার সোহেল ইকবাল, একাডেমীর জীবন সদস্য এডভোকেট কবি মনজুরুল ইসলাম, একাডেমীর নির্বাহী সদস্য নাইক্ষ্যংছড়ি হাজী আবুল কালাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হাসান আহমদ সোবহানী, একাডেমীর অর্থ সচিব কবি মোহাম্মদ আমিরুদ্দীন, নির্বাহী সদস্য কল্লোল চৌধুরী।

পরে সুলতান আহমেদ, মনজুরুল ইসলাম, মোহাম্মদ আমিরুদ্দীন, তৌহিদা আজিম, কল্লোল দে চৌধুরী কবিতা পাঠ করেন। নূরুল আলম হেলালী সংগীত পরিবেশন করেন।

একাডেমীর ৩৮৯ তম পাক্ষিক সাহিত্য আসর আগামী ১৯ মে শুক্রবার বিকাল ৪টায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এবারের আসরে এডভোকেট কবি মনজুরুল ইসলামের সদ্য প্রকাশিত কাব্য ফলকহীন বধ্যভূমির উপর আলোচনা। উক্ত অনুষ্ঠানে সাহিত্য একাডেমীর সংশিষ্ট সকলসহ জেলার কবি-সাহিত্যিক, সাহিত্যামোদিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য একাডেমীর সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল আহবান জানিয়েছেন।