খালেদ হোসেন টাপু, রামু

রামু উপজেলায় মহামতি গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে হাজারো পূণ্যার্থীর সম্মিলন ঘটেছে। রামু উপজেলায় আড়াই হাজার বছরের প্রাচীন স¤্রাট অশোক নির্মিত বিশ্বনন্দিত ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারে ৮৪ হাজার ধর্মস্কন্ধ বুদ্ধ পূঁজায় এ অবস্থা দেখা যায়।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যায় বিশ্বশান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার পাঁচদিনব্যাপী এ কর্মসূচি। বুধবার (১০ মে) দুপুর পর্যন্ত চলে বুদ্ধ পূঁজা উত্তোলন, গণপ্রব্রজ্যাদান ও সংঘদান সভা।

রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক কে. শ্রী জ্যোতিসেন থের জানান, শুভ বুদ্ধ পূর্ণিমার এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এ কারণে বৌদ্ধদের কাছে দিনটি খুবই তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, এ বছরও সাড়ম্বরে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হচ্ছে। এতে কক্সবাজার জেলাসহ চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের হাজারো পূণ্যার্থীরা অংশ নিয়েছে। এদিকে, পাশাপাশি মুসলিম, হিন্দুসহ সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে অন্যরকম উৎসবে পরিণত হয় এ ধর্মীয় উৎসব।