শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর

কক্সবাজার সদরের ঈদগাঁও বাসস্টেশনে জনগুরুত্বপূর্ণ সড়ক দখল করে দোকান নির্মাণের চেষ্টা চালিয়েছে সাবেক এক চেয়ারম্যানের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র। ঘটনাস্থলে অভিযান চালিয়ে সরঞ্জামসহ ৪ নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। নির্মাণ না করার শর্তে ৪ শ্রমিককে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১০ মে ভোর রাতে ঈদগড় রাস্তার মাথায়। জানা যায়, জনগুরুত্বপূর্ণ বাসস্টেশনের যাত্রী ছাউনি সংলগ্ন চলাচলের পিছনের একটি সড়ক নিজেদের জায়গা দাবী করে ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে একদল দূর্বৃত্ত রাতের অন্ধকারে দোকান নির্মাণের চেষ্টা চালায়। খবর পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে বন্ধ করে দেয় তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় প্রভাবশালী মহল পালিয়ে যেতে সক্ষম হলেও ৪ শ্রমিককে আটক করেছে। স্থানীয় ব্যবসায়ী নেতা ও জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় দোকান নির্মাণ করবে না মর্মে মুচলেকা দিয়ে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খায়রুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জনস্বার্থে সড়কটি উম্মুক্ত ও দোকান নির্মাণ না করার অনুরোধ জানান জড়িতদের। এদিকে অভিযোগ উঠা নজরুল চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলে তিনি জায়গাটি তাদের বলে দাবী করেন।