নুরুল কবির,বান্দরবান :

সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করেছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা। তিনি জেলা পুলিশ প্রশাসনের প্রতি এ নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন সন্ত্রাসীদের হাতে তাঁর ও পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির গাড়ি চালকসহ গুরুতর আহত ব্যক্তির অবস্থা পর্যবেক্ষণ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন। গত ২৭ এপ্রিল রাতে সদর উপজেলার লাপাইমুখ এলাকা থেকে একটি গাড়িযোগে এ ৭-৮জন গাড়ি চালক জেলা সদরে ফেরারপথে সন্ত্রাসী ও চাঁদাবাজদের একটি দল তাদের গাড়ির গতিরোধ করে এবং বেধড়ক পিটায়। তাদের মধ্যে ৩জনকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর ২জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসীরা সাম্প্রতিক সময়ে জেলার সদর এবং রোয়াংছড়ি উপজেলার নানাস্থানে চাঁদাবাজিসহ সন্ত্রাসী কাজ দিব্যি চালিয়ে আসছে বলে স্থানীয়রা গুরুতর অভিযোগ তুলেছেন। এসময় পাবত্য জেলা পরিষদের নিবাহী অফিসার নুরুল আবছার,ডা: অংচালু,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সবীরন নন্দী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকমীরা উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তারা বলছেন, সন্ত্রাসীরা গা-ঢাকা দেয়ায় তাদের আটক করা কঠিন হয়ে পড়েছে,তবে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।