নতুন ভবন পেল জালালাবাদ ইউনিয়ন

প্রকাশ: ১০ মে, ২০১৭ ০১:৩৫

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


নির্মাণ কাজ পরিদর্শন করছেন ইউপি চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ। এসময় স্থানীয় মান্যগন্য ব্যক্তিরাও সাথে রয়েছেন।

বিশেষ প্রতিবেদক:
ইউনিয়ন বিভক্তির ২৫ বছর পর নতুন ভবন পেল কক্সবাজার সদরের জালালাবাদ ইউনিয়ন পরিষদ। ইউনিয়নের ফরাজিপাড়ায় ২৫ শতক জমিতে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে স্থায়ী ভবনটি করছে এলজিইডি। গত এক মাস আগে নির্মাণ কাজ শুরু হয়েছে। দেড় বছরের মাথায় ভবনটি হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।
ইউপি চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ জানান, দীর্ঘ ২৫ বছর ধরে ঈদগাঁও বাজারের একটি অস্থায়ী ভবন থেকে পরিষদের কার্যক্রম চলতো এতদিন। পর্যাপ্ত জায়গা না থাকায় পরিষদ চালাতে হিমশিম খেতে হতো। নতুন ভবনের মাধ্যমে ইউনিয়নের দীর্ঘদিনের একটি অপূর্ণতা পূরণ হলো।
স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ আবদুল করিম জানান, অযোগ্য নেতৃত্বের কারণে ইউনিয়নের কাঙ্খিত উন্নয়ন হয়নি। নিজস্ব ভবন না থাকায় ঝরাজীর্ণ একটি দালানে বসে পরিষদের কার্যক্রম চলতো। ইমরুল হাসান রাশেদ একজন যোগ্য নেতা। দায়িত্ব নেয়ার অল্প সময়ের মধ্যে পরিষদকে নিজস্ব ভবনে নেয়ার ব্যবস্থা করেছেন।