বিশেষ প্রতিবেদক :

কক্সবাজারের সদরের পোকখালীতে তিনদিনের বলীখেলার ও বৈশাখী মেলার অাড়ালে শুরু হয়েছে জমজমাট জুয়াখেলা। মঙ্গলবার সকাল থেকে বর্নিত ইউনিয়নের পূর্ব পোকখালী সিকান্দর পাড়ায় শুরু হওয়া এ বলীখেলা চলবে তিনদিন। এখানে জেলাভিত্তিক জুয়াড়ী সম্রাটরা রমরমা জুয়ার আসর বসিয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বলীখেলার প্রচার-প্রচারণায় গত কয়েকদিন যাবৎ “সকালে গরুর লড়াই ও বিকালে বলীখেলা” বলে কান ঝালাপালা মাইকিং করা হয়। কিন্তু মঙ্গলবার সকালে আদৌ কোন গরুর লড়াই ও বিকালে বলীখেলার কোন অায়োজন দেখা যায়নি। এলাকাবাসী জানান, বলীখেলাস্হলের অদুরে বিশাল প্যান্ডেল খাটিয়ে জুয়াখেলা বসানো হয়েছে। সারাদিন সেখানে ছয়গুটি, তিনগুটি, বাঘ-গরু, কেরকেরি, তিনতাস ও কার্ডচয়েস ও হারুখেলাসহ বিভিন্ন প্রকার জুয়াখেলা চালানো হচ্ছে। এলাকার বহিরাগত যুবকরা এখানে জুয়া খেলে সর্বশান্ত হচ্ছে। সূত্রে প্রকাশ, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের দালাল ফিরোজ সকালে প্রাইভেট সিএনজি টেক্সীতে চড়ে এসে আয়োজক ও জুয়াড়ীদের থেকে নজরানা নিয়ে গেছে। এলাকাবাসী জানান, উক্ত স্হানে প্রায় দেড়মাস যাবৎ বলীখেলার নামে রকমারী জুয়ার আসর বসিয়ে আসছে বখাটে কতিপয় লোক। এতে বিপথগামী হচ্ছে এলাকার ছাত্র-যুবকরা। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি, তদন্ত) খায়রুজ্জামান ফোন রিসিভ না করায় এ ব্যপারে বক্তব্য নেয়া সম্ভব হয়নি। বলীখেলার আড়ালে এ জুয়াখেলা বন্ধ করার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।