আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়ায় পুলিশের অভিযানে প্রায় ৬বছর পর হত্যা মামলার আসামি জিয়াবুল হককে (৩২) গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাংগীর আলমসহ পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া শহর থেকে তাকে গ্রেফতার করেন। জিয়াবুল পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে।

চকরিয়া থানার এসআই জাহাংগীর আলম বলেন, ২০১১ সালের জুন মাসে চকরিয়া পৌরসভার স্টেশনপাড়া এলাকায় বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন স্থানীয় ছিদ্দিক আহমদের ছেলে আবুল হোসেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ১১সালের ১৯ জুন চকরিয়া থানায় একটি হত্যা মামলা (২২) দায়ের করা হয়।

তিনি বলেন, মামলাটি রুজু হওয়ার পর থেকে এজাহারনামীয় আসামি জিয়াবুল গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে এলাকা ছেঁেড় অন্যত্র পালিয়ে থাকে। তবে সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামি জিয়াবুল হককে আজ মঙ্গলবার আদালতে পাঠানো হবে।