সংবাদদাতা :

শহরের তারাবনিয়ারছড়া কবরস্থান রোডে ৭ তারিখ দিবাগত রাতে ডাকাতি ও হামলায় ২জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত ২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। তারাবনিয়ার ছড়া কবরস্থান রোড এলাকার টেকনাফ্ফা পাহাড় এলাকার শীর্ষ সন্ত্রাসী নুরু কবির, বাদশা, শাহ আলম, ভুইঞা, শেখ কামালের নেতৃত্বে এক দল ডাকাত ৭ তারিখ দিবাগত রাতে ঘরের দরজা ভেঙ্গে ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে ডাকাতরা আলমারির চাবি চাইলে তারা দিতে অস্বীকার করলে তাদের ব্যপক মারদর করে এবং আলমারির চাবি কেড়ে নেয়। এরপর ডাকতরা আলমারিতে গচ্ছিত ৩ ভরি স্বর্ণ ও ৩০ হাজার টাকা নিয়ে নেয়। ঘটনার সময় প্রতিবেশী লোকজন পুলিশকে খবর দিলে এস.আই বক্কর এর নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে ডাকাতরা পালিয়ে যায। পরে প্রতিবেশীরা আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে আহত ও বাড়ির মালিক আবুল কাশেমের স্ত্রী নুর নাহার বেগম থানায় এজাহার নিয়ে গেলেও দুঃখজনকভাবে থানা পুলিশ মামলা নিতে অস্বীকার করে। ৭ তারিখ সারাদিন থানায় অনেক ঘুরাঘুরি করলেও পুলিশ মামলা নেয়নি। বর্তমানে পরিবারটি ডাকাত দলের আবারো হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানা যায়। এমতাবস্থায় ডাকাতি ও হামলার শিকার পরিবারটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগীতা কামনা করেছেন।