সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা সৈনিক লীগ সভাপতি তৈয়ব উল্লাহ মাতবরের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্ণীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এতে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ও ৬ ইউনিয়ন সৈনিক লীগ নেতৃবৃন্দ অবাঞ্চিত ঘোষণা করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে জানা যায়, কক্সবাজার জেলা সৈনিক লীগ সভাপতি তৈয়ব উল্লাহ মাতবর দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম-দূর্ণীতি ও স্বেচ্ছাচারিতা করে আসছে। ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ও এর আওতাধীন ৬ ইউনিয়নের সৈনিক লীগের বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে মাসিক ও সাপ্তাহিক চাঁদা আদায় করে আসছে। চাঁদা না দিলে উক্ত কমিটি ভেঙ্গে দিয়ে আরেকটি কমিটি করে দেবে বলে হুমকি-ধমকি দেয়। গত ১৪/৪/১৭ইং চৌফলদন্ডী ইউনিয়ন সৈনিক লীগের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। উক্ত কমিটিতে আওয়ামী পরিবারের যোগ্য নেতৃবৃন্দরা যথাযোগ্য পদে অধিষ্ঠিত হওয়ায় ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকলে অভিনন্দন জানায়। কিন্তু সভাপতি তৈয়ব উল্লাহ মাতবর ১৬/৪/১৭ইং একই ইউনিয়নে এলাকার চিহ্নিত শিবির ক্যাডার সাদ্দাম হোসেনকে মোটা অংকের টাকায় সভাপতি করে আরেকটি নতুন কমিটি দেয়। এতে এলাকার নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়। দীর্ঘদিন ধরে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ও এর আওতাধীন ৬ ইউনিয়নের নেতাকর্মীদের কাছ থেকে পদ এবং কমিটির কথা বলে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে। এ ঘটনায় সাংগঠনিক উপজেলা নেতৃবৃন্দ ও ৬ ইউনিয়নের সৈনিক লীগের নেতৃবৃন্দের স্বাক্ষরিত বিবৃতিতে সৈনিক লীগ জেলা সভাপতি তৈয়ব উল্লাহ মাতবরকে অবাঞ্চিত ঘোষণা করেন। বিবৃতি দাতারা হলেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা সৈনিক লীগ সভাপতি আলহাজ¦ মোস্তফা কামাল হেলালী, সহ-সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি রমজান আলী, সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি রাহমত উল্লাহ, সহ-সভাপতি আলিফ জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল হক মনি, সহ-সাধারণ সম্পাদক আবদুর রহিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মনির, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুবিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল, দপ্তর সম্পাদক মনজুর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউছুপ, অর্থ সম্পাদক সাহাব উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক আবদুল আমিন, সহ- আইন বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রমজান আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সুনীল দে, যুব ও ক্রীড়া সম্পাদক রমজান আলী সাগর, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা সম্পাদক ফরিদা বেগম, সহ- মহিলা সম্পাদক পারভিন আক্তার, ঈদগাঁও ইউনিয়ন সৈনিক লীগ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, পোকখালী সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, চৌফলদন্ডী ইউনিয়ন সৈনিক লীগ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জালালাবাদ সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রাসেল, ইসলামপুর সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াছিন আরফাত, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক, ইসলামাবাদ সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম। বিবৃতি দাতারা জানান, আমরা কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছি। উনাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।