বার্তা পরিবেশক :

শিক্ষাখাতে বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন-সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ও উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় গুলোকে জাতীয়করণ করে শিক্ষাকে সকলের জন্য সহজ করে দিয়েছেন। বিনা বেতনে অধ্যয়ন ও বিনামূল্যে বই বিতরণ এবং প্রতি উপজেলায় একটি করে কলেজ ও স্কুল জাতীয়করণ করে সরকার শিক্ষায় ব্যাপক উন্নতি সাধন করেছে। ১৯৭১ সালের পরাজিত কুচক্রী মহল দেশকে পিছিয়ে নিতে নানা ষড়যন্ত্র করছে এবং উন্নয়নের পথে বাধা সৃষ্টির যে অপচেষ্টা করছে তাদের এ অসৎ উদ্দেশ্য কোন দিন সফল হবে না বলে স্বাধীনতা বিরোধী কঠোর সমালোচনা করেন এমপি কমল। মঙ্গলবার বিকেলে খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ সরকারী উচ্চ বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল আরো বলেন-শেখ হাসিনার সরকার গরীব মানুষের সরকার। আর নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। তাই এলাকার উন্নয়ন উৎপাদনের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মৌ: বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, খুনিয়াপালং ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হোসাইন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সাবেক মেম্বার নুরুল আলম নুরু, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন পেঁচারদ্বীপ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছলিমা আক্তার। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি সওদাগর, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রভাবশালী নেতা কাজী রাসেল আহমদ নোবেল, মারমেইড ইকো ট্যুরিজম লি: এর জিএম মাহফুজুর রহমান, হিমছড়ি পুলিশ ফাঁড়ির ওসি আতিক, খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ বিদ্যুৎ মেম্বার, খুনিয়াপালং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ছৈয়দ আলম সুলতান মেম্বার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনছারুল করিম।