জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

টেকনাফের ঐতিহ্যবাহী রঙ্গিখালী সরকারী প্রাইমারী স্কুলে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২মে মঙ্গলবার অভিভাবকদের স্বতস্ফুর্ত অংশ গ্রহণে উৎসবমুখর এই নির্বাচনে ৪জন অভিভাবক নির্বাচিত হয়েছেন। তারা হলেন,মো: ইদ্রীছ,মাঈন উদ্দিন,হোসনে আরা বেবী,জমিলা আক্তার। ৪১৩জন ভোটারের মধ্যে ৩০১জন ভোটাধিকার প্রয়োগ করেন। আর বাতিল হয়েছে ১৩টি ভোট। পুরুষ পদে ৩০১ কাষ্টিং ভোটের মধ্যে ২৮৪টি বৈধ হয়েছে। বাতিল হয়েছে ১৭ভোট। অন্যদিকে মহিলা পদে ৩০১কাষ্টিং ভোটের মধ্যে ২৯০টি বৈধ হয়েছে। নষ্ট হয়েছে ১১ভোট। পুরুষ পদে ফুটবল প্রতীক নিয়ে ১৭৮ভোট পেয়ে প্রথম হয়েছেন মো: ইদ্রীছ,মোরগ প্রতীক নিয়ে ১৪৬ভোটে দ্বিতীয় হয়েছেন মাঈন উদ্দিন,কাতাল মাছ প্রতীক নিয়ে ১৪৫ভোট পেয়ে তৃতীয় হয়েছেন আবুল মঞ্জুর,ছাতা প্রতীক নিয়ে ১ভোট পেয়ে চতুর্থ হয়েছেন গুরা মিয়া,আনারস প্রতীক নিয়ে ১ভোট পেয়ে পঞ্চম হয়েছেন কালা মিয়া। মহিলা পদে হারিকেন প্রতীক নিয়ে ২৪০ভোট পেয়ে প্রথম হয়েছেন হোসনে আরা বেবী,হাঁস প্রতীক নিয়ে ১৪০ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জমিলা আক্তার,রিকসা প্রতীক নিয়ে ২৪ভোট পেয়ে তৃতীয় হয়েছেন গুল বাহার,মাইক প্রতীক নিয়ে ১৩ভোট পেয়ে চতুর্থ হয়েছে হোসনে আরা। খোঁজ নিয়ে জানাযায়,১৯৩২ সালে প্রতিষ্ঠিত সরকারী এই প্রাইমারী স্কুলে এবারই প্রথম ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্টিত হয়। ইতিহাস রচিত প্রাইমারী স্কুলের ভোটে শুরু থেকে ফলাফল ঘোষনা করা পর্যন্ত কেন্দ্রে উপস্থিত ছিলেন,নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সহকারী কমিশনার-ভূমি) তুষার আহমদ,কানুনগো মোহাম্মদ মুছা,উপ পুলিশ পরিদর্শক মুখতার আহমদ,সহকারী উপ পুলিশ পরিদর্শক মো: হাসানসহ বেশ কয়েকজন পুলিশ এবং আনসার সদস্য। সকালে ভোট কেন্দ্র পরিদর্শন করেন,টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাঈন উদ্দিন,ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামান,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার(এনএসআই) টেকনাফ ইনচার্জ মো: রফিকুল ইসলাম,উপ পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম,মুফিজুল ইসলাম। এছাড়া স্থানীয় এবং জাতীয় পত্রিকার সংবাদকর্মীরা নির্বাচনী পর্যবেক্ষণ করেন। এদিকে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করায় অভিভাবক,স্থানীয় চেয়ারম্যান-মেম্বার এবং এলাকাবাসী উখিয়া-টেকনাফের উন্নয়নের রুপকার-জনপ্রিয় সাংসদ আব্দুর রহমান বদি সিআইপি,উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক,সহকারী কমিশনার(ভূমি) তুষার আহমদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাঈন উদ্দিন খাঁনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত: রিটার্নিং অফিসার হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আশীষ বোস,সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে ছিলেন লম্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম ও ঝিমংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ।