সিবিএন
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস এবং হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মোজাফফর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

সোমবার সকাল ১০টার দিকে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

মুফতি মোজাফফর আহমদ কক্সবাজার মহকুমা সংগ্রাম কমিটির ট্রেজারার এডভোকেট মওদুদ আহমদের ছোট ভাই ও মহেশখালী তথা কক্সবাজার জেলার প্রবীণ মুরুব্বি।তাঁর স্ত্রী ও ৯ সন্তান ছিল।

মরহুমের প্রথম নামাজে জানাযা পটিয়া আল জামিয়া ইসলামিয়া ক্যাম্পাসে  বুধবার অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

দেশের প্রখ্যাত এই আলেমে দ্বীনের গ্রামের বাড়ী মহেশখালীর নতুন বাজার এলাকায়। তিনি প্রখ্যাত আইনজীবি ও রাজনীবিদ মরহুম মওদূদ আহমদ ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মহফুজুর রহমান মরহুমের ছোট ভাই, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ মোহিবুল্লাহর চাচা।

মরহুম আল্লামা মুজাফফর আহমদ বিগত ৫০ বছর ধরে পটিয়া আল জামেয়া ইসলামিয়ায় শিক্ষকতা করে আসছিলেন। এর মধ্যে তিনি ৩০ বছর বিনা বেতনে শিক্ষার আলো ছড়িয়েছেন।

মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে ভূমিকা পালন করায় নির্যাতিত হয়েছিলেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।