অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী বাজেটে তামাকের উপর ট্যাক্স বৃদ্ধি করা হবে। যাতে করে তামাকের ব্যবহার কমে যায়। আগামি দুই বছর পর সিগারেট স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে বলেও জানান তিনি।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৮তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিবছর পরিবর্তন না করে ব্যক্তিগতভাবে করমুক্ত আয়ের সীমা ৫০-১০০ বছরের জন্য স্থায়ীভাবে করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, আগামী বাজেটে করপোরেট টেক্স কমানো হবে। তবে কতটুকু কমানো হবে তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
-বিডি২৪লাইভ