সোয়েব সাঈদ, রামু:

মডেল ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স ২০১৭ এ যোগদানের জন্য এখন দুবাই রয়েছেন লাবিবা সরওয়ার। গত ২৬ এপ্রিল লাবিবা সরওয়ার সহ বাংলাদেশের ৮জন প্রতিনিধি দুবাইতে অনুষ্ঠিত এ সম্মেলনে যোগদান করেছেন।

উল্লেখ্য ইউনাইটেড ন্যাশনস এর আদলে বিশ্বের বিভিন্ন দেশের ৫০০ জন ছাত্রছাত্রীর সমন্বয়ে এ আর্ন্তজাতিক কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। এতে স্কুল পর্যায়ের ছেলে মেয়েরা বিভিন্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। এরমধ্যে লাবিবা সরওয়ার ফ্রান্সের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন । লাবিবা সরওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বরাজনীতিতে ফ্রান্সের ভুমিকা নিয়ে বক্তব্য রাখবেন। এতে তার দুইজন সহযোগি রয়েছে।

কনফারেন্সে অংশগ্রহন শেষে আগামী ২ মে লাবিবা সরওয়ার দেশে ফিরবে। লাবিবা সরওয়ার চট্টগ্রাম গ্রামার স্কুলের (সিজিএস) অষ্টম শ্রেণির ছাত্রী। সে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ সমাজসেবক, সাবেক রাষ্ট্রদূত ও সাংসদ আলহাজ্ব ওসমান সরওয়ার আলম চৌধুরীর নাতনী এবং কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও সৈয়দা সেলিনা সরওয়ারের মেয়ে। সে সকলের দোয়া প্রার্থী।