মো. নুরুল করিম আরমান, লামা:
বান্দরবানের লামা উপজেলায় র‌্যাপিড একশান ব্যাটালিয়ন-৭ (র‌্যাব) অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে। রবিবার সকালে উপজেলার আজিজনগর বাজার সংলগ্ন মার্মা পাড়ায় অভিযান চালিয়ে এসকল মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এসময় দু’ ব্যাক্তিকে আটকের পর জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, লামা উপজেলার আজিজনগর বাজার সংলগ্ন মার্মা পাড়ায় বাণিজ্যিক উদ্দেশ্যে বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাই মদ তৈরি ও মওজুদ রয়েছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা রবিবার সকাল থেকে ওই পাড়ায় অভিযান শুরু করে। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর রুহুল আমিন এবং লামা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবালের নেতৃত্বে র‌্যাব-৭ এর সদস্যদের অভিযান চলাকালে মদ তৈরি ও বিক্রির সাথে জড়িত অনেকে পালিয়ে যায়। র‌্যাব সদস্যরা পাড়ার বিভিন্ন ঘর থেকে বাণিজ্যিকভাবে তৈরিকৃত ১ লক্ষ লিটার মদ তৈরির উপকরণ এবং ৫শ’ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন। এসময় দু’ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন-একই পাড়ার সুইচিং মার্মা (৪০) এবং মংচাথুই মার্মা (২৮)। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আটককৃত দু’ব্যাক্তিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সমুহ ধ্বংস করা হয়।