শফিক আজাদ, উখিয়া:
খুলছে স্বপ্নের মেরিন ড্রাইভ সড়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ মে উদ্বোধন করতে আসছেন এ সড়কটি। যার ফলে সড়কে চলছে ব্যাপক আলোক সজ্জার কাজ। কক্সবাজার-উখিয়া হয়ে টেকনাফ পর্যন্ত নতুন সাঁজে সাঁজানো হচ্ছে এ সড়কটি। এ উদ্বোধনের মধ্যদিয়ে যোগ হবে নতুন মাত্রায় অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পে কক্সবাজার-টেকনাফ মেরিণ ড্রাইভ সড়ক। এ সড়কটি কারণে দেশি-বিদেশী পর্যটকেরা একদিনে সাগরের গর্জন, অপরদিকে সবুজ শ্যামল পাহাড়ের অপরূপ দৃশ্য।

সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, বর্তমানে রাতদিন কক্সবাজার-মেরিন ড্রাইভ সড়কে অবশিষ্ট বাকি কাজ নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছে ১৬ ইসিবি’র প্রকৌশলীর সুদক্ষ টিম। ইনানী, সোনারপাড়া, চেপটখালী ও মনখালী এলাকায় কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে সংস্কার কাজে নিয়োজিত হয়ে কর্মষজ্ঞ চালাচ্ছেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফর সঙ্গীদের বহনকারী হেলিক্পটার অবতরণ করার জন্য ৪টি হেলিপ্যাড তৈরির কাজও চলছে।

দয়িত্বশীল সুত্রে জানা যায়, উন্নত বিশ্বের আদলে নির্মিত সমুদ্রের কুল ঘেষে নান্দনিক মেরিন ড্রাইভ সড়কটি পর্যটকদের আনন্দ উচ্ছ্বাস বাড়িয়ে দেবে। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য্য আহরণ করার হাত ছানিতে দেশী-বিদেশী পর্যটকরা অভিভূত হয়ে বিশাল সমুদ্রের বুকে সূর্যস্থের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পারবে সহজে। এ মহা মেগা প্রকল্পটি বাস্তবায়ন করছে ১৬ইসিবি।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, ৪শত ৫৬ কোটি টাকা ব্যয়ে দীর্ঘ ৮০ কিলোমিটার কক্সবাজার-টেকনাফ মেরিণ ড্রাইভ সড়কটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। গত ১২ ফেব্রুয়ারী কক্সবাজারের একটি অনুষ্ঠানে পরিবহন সড়ক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের বলেছেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের মেরিণ ড্রাইভ সড়কটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন। এতে করে পর্যটন শিল্প বিকাশে সহায়তার পাশা-পাশি পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত পরিদর্শনে বহুমাত্রা যোগ হবে।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন গত ২০ ফেব্রুয়ারী ইনানী সি-পার্ল হোটলে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈজ্ঞনিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেছিলেন, অপার সম্ভাবনাময় পর্যটন শিল্পকে আরো বিকশিত করতে কক্সবাজারকে ঢেলে সাজানো হচ্ছে। নেওয়া হয়েছে প