শাহীনশাহ, টেকনাফ :

টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে বন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল মধ্যম হ্নীলা বিট অফিস সংলগ্ন মাঠে হোয়াইক্যং ও টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও ক্রেলের সহযোগিতায় আয়োজিত এই সভা টেকনাফ সিএমসি কমিটির সভাপতি শফিক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ আলী কবির। বিশেষ অতিথি ছিলেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তাপস কুমার দেব, হোয়াইক্যং সিএমসির সভাপতি আলমগীর চৌধুরী, ক্রেলের গ্রান্টস অফিসার হেলাল উদ্দিন আহমদ, টেকনাফ সাইট অফিসার মোজাহিদ ইবনে হাবিব। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিমংখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মাষ্টার জাকারিয়া, বিট অফিসার মোঃ আব্দুল মতিন সরকার, টেকনাফ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সামাজিক বনয়ান সভাপতি দেলোয়ার হোসেন দিলু, মাষ্টার আবুল হোসেন, শামসুল আলম, স্থানীয় মেম্বার ও যুবলীগ নেতা মোঃ শাহ আলম, মৌঃ আব্দু শুক্কুর প্রমূখ। ক্রেলের এনআরএম সহায়ক নাজমুল আবেদীনের সঞ্চালনায় সভার শুরুতে কোর আন তিলাওয়াত করেন মৌলানা নুর মোহাম্মদ।

গণ সচেতনতামুলক সভায় সামাজিক বনায়ন রক্ষণাবেক্ষণ, উপকারভোগীদের দায়িত্ব ও কর্তব্য, পাহাড় ও গাছ কাটা বন্ধ করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বন, পরিবশে ও জীববৈচিত্র্য সংরক্ষণের উপর বিশদ আলোচনা করেন বক্তারা।

সভায় সামাজিক বনায়নের উপকারভোগি, সিপিজি সদস্য, ভিলেজার ও সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।