ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
১৯৯১ সালের ২৯এপ্রিল কক্সবাজার , চট্টগ্রাম সহ বঙ্গোপসাগরের উপকূলীয় জেলা গুলোতে রাতের অন্ধকারে ভয়াল ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে রাজধানীর প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে ‘দোয়া মাহফিল ও স্মরণসভা ‘ অনুষ্ঠিত হয়। ২৯ এপ্রিল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মো: ইয়াহিয়া খান কুতুবীর সভাপতিত্বে এবং আতা উল্লাহ খানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কক্সবাজারের মাটি ও মানুষের নেত্রী , সংরক্ষিত মহিলা আসনের এমপি খোরশেদ আরা হক বলেছেন, কক্সবাজারের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।তিনি উপস্থিত তরুণদের উদ্দেশ্য করে বলেন, তোমরাই কক্সবাজারের আগামী দিনের ভবিষৎ।কক্সবাজারবাসীর দাবি দাওয়া নিয়ে তোমাদের মাঠে থাকতে হবে।কক্সবাজারের পরিবেশ বিপর্যয়ের পরিণতি এবং পরিবেশ রক্ষা নিয়ে গঠনমূলক আলোচনা করেন কক্সবাজার হতে প্রকাশিত দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও বিশিষ্ট পরিবেশ আন্দোলনের নেতা ফজলুল কাদের চৌধুরী, কক্সবাজার পৌরসভার সাবেক চার বারের নির্বাচিত মেয়র নুরুল আবচার, মেজর ডা: কবি শেখ হাবিবুর রহমান,দি কক্সবাজার ক্লাব এর প্রসিডেন্ট আবু ছৈয়দ, কবি আবদুল খালেক, বিজয় সংবাদ পত্রিকার সম্পাদক আবদুল হাই সবুজ , কবি আফরোজা হাবিব হ্যাপী,ঢাবির ছাত্র নেতা ইসমাইল হোসেন,সাংবাদিক জালাল আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আবুল হোসাইন
ঢাবির ছাত্রলীগ নেতা আবচার হাসান ।এসময় শতাধিক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।আলোচনা শেষে ৯১’এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।