আবদুর রাজ্জাক:

কক্সবাজারে ঐতিহ্যবাহি ডিসি সাহেবের বলী খেলার বর্নাঢ্য উদ্বোধন হয়েছে। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২৭ এপ্রিল বিকাল ৪ টায় জেলা প্রসাশক মোঃ আলী হোসেন বলী খেলা উদ্বোধন করেন। ৬২ তম বলী খেলার উদ্বোধনকরে তিনি বলেন বলী খেলা এতদাঞ্চলের নিজস্ব সংস্কৃতিতে পরিনত হয়েছে। এর মধ্য দিয়ে মানুষ একটি বড় বিনোদনে সুযোগ পাচ্ছে। এই খেলা যদি জাতীয় পর্যায়ে সুযোগ পেত তাহলে আরো ভাল হতো বলেও জানান তিনি। এর পর থেকে বলী খেলা আরম্ব হয়।প্রথম দিন প্রস্তুতি মূলক ভাবে ছোট বড় ৩০ জোড়া বলী তাদের কৈশল শক্তি প্রদর্শন করে। এ্খান থেকে আজ ১.২.৩ নং বিজয়ী বাছাই করে হবে। আর বলী খেলার মূল আকর্ষণ গত ১২ বারের চ্যাম্পিয়ন দিদার বলীর সাথে গতবারের যৌথ চ্যাম্পিয়ন উখিয়ার শামসু বলী যথারীতি এবারো চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়বেন বলে জানিয়েছে আয়োজন কতৃপক্ষ।কক্সবাজার ডিসি সাহেবের বলী খেলাকে কেন্দ্র করে শহরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ২ দিন ব্যাপী ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলা প্রথম দিন কক্সবাজার স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিও ব্যাপক উৎসাহ উদ্দিপনায় উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।


এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া তপু, সহ সভাপতি জসিম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, নির্বাহী সদস্য রতন দাশ, শফিকুর রহমান কোম্পনী, একেএম রাশেদ হোসাইন নান্নু, প্রভাষক জসিম উদ্দিন, শাহিনুল হক মার্শাল, খালেদ মোহাম্মদ আজম বিপ্লব, আজমল হুদা, খালেদা জেসমিন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান আনচারী, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া ভুলু। এদিকে প্রথম দিন ছোট বড় মিলিয়ে ৩০ জোড়া বলী খেলায় অংশ নেয় এখান থেকে ২৮ এপ্রিল চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়বেন বাছাই পর্বে উত্তীর্ন বলীরা। পূর্ব নির্ধারিত চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়বেন কক্সবাজার ডিসি সাহেবে বলী খেলার গত ১২ বারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম জব্বারের বলী খেলা ১১ বারের চ্যাম্পিয়ন রামুর উমখালির দিদার বলী,তার সাথে লড়বেন উখিয়ার শামসু বলী । এছাড়া ২ নং ট্রফির জন্য লড়বেন গতবারের চ্যাম্পিয়ন জীবন বলী,লালু বলী, হাসেম বলী, নাছির বলী, এবং জহির বলী, আর ৩ নং ট্রফির জন্য লড়বেন নুরুল আলম, জসিম, রাজিব, রাসেল, মাহবু, জামাল, সাদ্দাম, এবং ভুলূ বলী।এদিকে বলী খেলা ও বৈশাখী মেলার এবারই প্রথম ১০ দিনের মেলার আযোজন করেছে জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বলী খেলা কমিঠির সদস্য সচিব হেলাল উদ্দিন কবির জানান কক্সবাজার এখন বিনোদনের ক্ষেত্র কমে গেছে তাই আমরা এবার ১০ দিনের মেলার আযোজন করেছি। আসা করি এখানে মানুষজন কিছুটা হলেও বিনোদনের খোরাক পাবে।