ইমাম খাইর, সিবিএন
মানবপাচার একটি জঘন্য অপরাধ। মানবপাচাররোধে সরকার হার্ডলাইনে। দেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর ব্যাপরে স্বোচ্চার। কোথাও মানবপাচারের সংবাদ পেলে সাথে সাথে খবর দিন। আমরা ব্যবস্থা নেব।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে মানবপাচাররোধে মতবিনিময় সভায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নজরুল ইসলাম এসব কথা বলছিলেন।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ইউএনও মুহাম্মদ নজরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় কিভাবে মানবপাচার শুন্যের কোটায় আনা যায়- সে বিষয়ে করণীয় ঠিক করা হয় এবং সকলের সহযোগিতা চাওয়া হয়।
এতে বক্তৃতা করেন উপজেলা পরিষদের নারী ভাইসচেয়ারম্যান হেলেনাজ তাহেরা, ভাইসচেয়ারম্যান অধ্যক্ষ শহীদুল আলম বাহাদুর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব।
এ সময় ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সোলতান, পিএমখালী ইউপি চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম, ভারুয়াখালী ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান সিকদার, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালামসহ বিভিন্ন ইউপি চেয়ারমান, এনজিও প্রতিনিধি, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।