এম.জিয়াবুল হক,চকরিয়া

উচ্চ আদালতের স্থগিতাদেশ লঙ্ঘন করে আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (৭২৬) কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন করার অভিযোগ উঠেছে। ২৫ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রামে সংগঠনটির কার্যালয়ে অনুষ্টিত হয়েছে কমিটির নির্বাচন। কক্সবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (২১২৯) সভাপতি শেফায়েতুল আলম বাবুর দায়ের করা রিট মামলার (নং ০৫) প্রেক্ষিতে শ্রম আদালতের বিচারক গত ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আদেশ জারি করেন বলে জানিয়েছেন সংগঠনের কার্যকরি সভাপতি মোহাম্মদ আলমগীর। আদালতে বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন সিনিয়র আইনজীবি একেএম মোহসেন উদ্দিন আহমদ চৌধুরী।

কক্সবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোহাম্মদ আলমগীর বলেন, তাঁরা কক্সবাজার অঞ্চলে বৈধ শ্রমিক সংগঠন। কিন্তু চট্টগ্রাম থেকে নিববন্ধন নিয়ে আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা কক্সবাজার অঞ্চলে অবৈধভাবে সংগঠন পরিচালনা করে আসছেন। এ অবস্থার কারনে সংগঠনটি অবৈধ নির্বাচন অনুষ্ঠান বন্ধের আবেদন জানিয়ে ইতোমধ্যে শ্রম আদালতে একটি রিট মামলা করেন কক্সবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শেফায়েতুল আলম বাবু। তিনি বলেন, রিট মামলার প্রেক্ষিতে উচ্চ আদালতের বিচারপতি মো.আবদুল হাই ও মো.গোলাম রব্বানী সমন্বয়ে গঠিত বৈঞ্চ মামলার শুনানী শেষ না হওয়া পর্যন্ত সময়ে আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন না করতে নির্দেশ দেন। কিন্তু আদালতের ওই আদেশ লঙ্ঘন করে ২৫ এপ্রিল চট্টগ্রামে সংগঠনটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। যা আদালতের আদেশের পরিপন্থি।