খালেদ হোসেন টাপু, রামু কক্সবাজার। ২৪ এপ্রিল ২০১৭
কক্সবাজারের রামুতে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ সচেতনতা বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) রামু উপজেলা পরিষদ হলরুমে কর্মশালায়প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, রামু ইউএনও মোঃ শাহজাহান আলি, রিসোর্স পার্সন ছিলেন, চট্টগ্রাম মহসিন কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আবুল হোসেন।
অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ছালে উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একাডেমী সুপারভাইজার মোঃ তৈয়ব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন মোঃ ইউসুফ, সমাজ সেবা কর্মকতা বিল্লাল হোসেন খন্দকার মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, প্রাথমিক শিক্ষা কমকর্তা আবু নোমান, যুব উন্নয়ন মাহবুবুল আলম, সূর্যের হাসি ক্লিনিকের ব্যবস্থাপক খন্দকার দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের আয়োজক ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ জনপ্রতিনিধি,সাংবাদিক, অভিভাবক অংশগ্রহন করে।