মো. নাজিম উদ্দিন, দক্ষিন চট্টগ্রাম:
সাতকানিয়ায় শনিবার দুপুরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের ধমকা হাওয়ায় বিল বোর্ড ভেঙ্গে এক মহিলা গুরুতর আহত হয়েছেন। আহতের নাম এমেলি খানম (২৮)। তিনি উপজেলার বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার স্কুল এন্ড কলেজের সদস্য হাবিলদার মো. কামালের স্ত্রী।

জানা যায়, আহত এমেলি খানম দুপুরে কেরানীহাট এলাকায় শপিং করতে আসেন। এসময় হঠাৎ কালবৈশাখীর ঝড়ো হাওয়া শুরু হলে তিনি দৌড়ে হক টাওয়ার শপিং সেন্টারের ভেতরে যাওয়ার চেষ্টা করলে পাশের আব্দুস ছবুরের ভবনে অবৈধভাবে স্থাপিত নড়বড়ে বিল বোর্ড ভেঙ্গে পড়ে তার পা কেটে গুরুত্বর আহত হন।

স্থানীয়রা এমেলিকে উদ্ধার করে অল্কেয়ার হসপিটালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিজিবি হাসপাতালে প্রেরন করে। এদিকে কালবৈশাখীর ঝড়ে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে উপজেলার আমিলাইষ, চরতী, ব্রাহ্মনডাঙ্গা, গারাঙ্গিয়া ও রূপকানিয়া এলাকায় বিদ্যুৎ লাইন বন্ধ থাকে। এব্যাপারে যোগাযোগ করা হলে কেরানীহাট পল্লী বিদ্যুতের এজিএম কাজী মোজাম্মেল হক বলেন, সাতকানিয়ার কয়েকটি এলাকায় ঝড়ো হাওয়ায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে লাইন বন্ধ রয়েছে। দ্রুত লাইন চালু করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মনির আহমদ বলেন, সরকারি জায়গাতে প্রভাবশালীরা অবৈধভাবে বেশ কিছু বিল বোর্ড স্থাপন করেছে। এছাড়া ব্যক্তি মালিকানাধীন ভবনেও অবৈধভাবে বিল বোর্ড স্থাপন করেছে অনেকে। কয়েক বছর আগেও বিল বোর্ড ভেঙ্গে পড়ে এক নির্মাণ শ্রমীক মারা যায়। অবৈধভাবে স্থাপন করা ঝঁকিপূর্ণ বিল বোর্ড উচ্ছেদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।