প্রেস বিজ্ঞপ্তি:

ঈদগাহ হাসিনা পাহাড় স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি গীতা শিক্ষা নিকেতনে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মৃদুল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) জেলা সংসদের সভাপতি রাজন আচার্য্য বলেন-গীতার শিক্ষার মাধ্যমে সনাতনী সম্প্রদায়কে ঐক্যের পথে এগিয়ে যেতে হবে। তাহলেই সনাতনী সম্প্রদায় সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগীশিক জেলা সংসদের উপদেষ্টা জগদিশ শর্মা (পৌরহিতরতœ)। এতে প্রধান বক্তা ছিলেন বাগীশিক জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক পুলক আচার্য্য। অন্তি দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বাগীশিক জেলা সংসদের সাংস্কৃতিক সম্পাদক মৃদুল মল্লিক, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক সুমন কান্তি দে, গীতা স্কুল পরিদর্শন কমিটির সাধারণ সম্পাদক জ্যোতি মল্লিক বাবু, বাগীশিক চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক লিটন দাশ, পালপাড়া গীতা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক রুপনা পাল, স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরী গীতা শিক্ষা নিকেতনের সহকারী শিক্ষক তৃনা দে প্রমুখ। বাগীশিকের পক্ষ থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এতে সংগীত পরিবেশন করেন-বসুদেব মল্লিক, বেতার শিল্পী, রাঙ্গামাটি। উল্লেখ্য উক্ত গীতা শিক্ষা নিকেতনটি বাগীশিক কর্তৃক অনুমোদিত।