সেলিম উদ্দিন, ঈদগাঁও:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এলাকায় মুদির দোকানে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৩টার সময় ঘটে এ ঘটনা। এসময় ডাকাতরা দুটি মুদির দোকানের গ্রীলের তালা কেটে অনুমানিক সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কাইছার চকরিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, বর্ণিত ইউনিয়নের বালুর চর গ্রামের সাবেক মেম্বার জালাল উদ্দিনের পুত্র কাইছার দীর্ঘদিন ধরে সাফারি পার্ক সড়কে মুদির দোকান করে আসছিলেন। মঙ্গলবার রাতে দোকানের দৈনন্দিন কাজ সেরে বাসায় চলে গেলে এ সুযোগে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল কাইছারের মালিকানাধিন রহমান স্টোর ও তার পার্শ্ববর্তী দোকানে লুটপাট চালায়। এসময় ডাকাতরা পিক-আপ ভর্তি করে দোকানের ফ্রিজ, দামী সিগারেট, তৈল, দুধ চিনি, চাউলের বস্তাসহ প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করেন। ভুক্তভোগী কাইছার জানান, রাতে ঐ এলাকায় বেশ ক‘জন শ্রমিক কাজ করছিলেন। এসময় ডাকাতরা তাদেরকে ব্যাপক মারধর করে রশি দিয়ে বেঁধে রেখে দোকান ডাকাতি করেন। এদিকে অভিযোগের ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার চৌধুরী বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।