সংবাদদাতা
গণমাধ্যম মানুষের অধিকারের কথা বলে। তুলে ধরেন জনগণের সুখ-দুঃখের বাস্তব চিত্র। বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে চকরিয়া উপজেলার দরিদ্র জনগোষ্টিদের নিয়ে কর্মসংস্থান কর্মসূচি কার্যক্রম চলছে। প্রতিটি ইউনিয়নে এতগুলো এলাকার দরিদ্র মানুষ নিয়ে প্রকল্প বাস্তবায়নে একটু হিমশিম স্বাভাবিক। এতে অনিবার্য কারণ বশত দায়ীত্বরত স্থানীয় প্রতিনিধিদের ভুল-ত্রুটি অস্বাভাবিকেরও কিছু নয়। গত ১৪ এপ্রিল কক্সবাজার জেলার দৈনিক রূপালী সৈকত পত্রিকা ও নিউজ পোর্টাল কক্সবাজার নিউজে খুটাখালী কর্মসূচিতে অনিয়ম শিরুনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি তৈরি করন ওই পত্রিকার চকরিয়া (দক্ষিণ) প্রতিনিধি মোঃ নিজাম উদ্দিন। সংবাদটি জেলাবাসীর মনকে নাড়া দিয়ে উঠে এবং প্রশাসনের নজরে যায়। পরে এবিষয়ে চকরিয়া উপজেলা প্রশাসনের উপ-সহকারী প্রকৌশলি কর্মকর্তা মোঃ হারুনর রশিদ সরেজমিনে তদন্তে আসেন। ওই ঘটনার অনেকটাই সত্যতা পাওয়ায় প্রকল্পে দায়ীত্বরত প্রতিনিধিদের সঠিক দিক নির্দেশনা প্রদান করেন।
এতে খুটাখালী ইউনিয়নে দরিদ্র কর্মসংস্থান কর্মসুচীতে অবসান ঘটল ওই সমস্যাগুলোর। কার্যক্রমে দ্বিতীয় ধাপেরও যথাসময়ে প্রাপ্য টাকা পেয়ে ফুটে উঠল সমাজের দরিদ্র মানুষের মুখে হাসি। এছাড়া উৎফুল্ল মনোভাবে গনমাধ্যম ও সরকারের প্রতি কৃতজ্ঞতা পকাশ করেন গ্রামের হত দরিদ্ররা। উপজেলা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা মোঃ হারুনর রশিদ বলেন আমার জানামতে পুরো চকরিয়াতে সরকারী এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। গনমাধ্যমে হঠাৎ অনিয়মের খবর পেয়ে আমরা সরেজমিনে পরিদর্শন করি। এবং দায়িত্বরতদের দিকনির্শনা দিই। এরপরেও যদি কোন প্রকার অনিয়মের অভিযোগ পাওয়া যায় কঠোর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।