মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:

ইসলামাবাদে গণ ডাকাতি সংঘটিত হয়েছে। কবি নুরুল হুদা সড়কের বোয়ালখালি রাস্তার মাথার পশ্চিমে ১৭ এপ্রিল দিনগত রাতে এ ঘটনা ঘটে। এসময় এক পথচারীকে বেঁধে রেখে দা দিয়ে কোপানো হয়। জানা যায়, সোমবার রাত ১ টা থেকে দেড়টার মধ্যে বোয়াল খালী রাস্তার মাথার সামান্য পশ্চিমে ৪/৫ জন ডাকাত পথচারী সাহাব উদ্দীনকে রাস্তার পাশের্^ বেঁধে রেখে তার সর্বস্ব কেড়ে নেয়। এসময় তাকে দা দিয়ে কোপানো হয়। সে ইউনিয়নের ২নং ওয়ার্ড সিকদার পাড়ার ওয়াহিদুল আলমের পুত্র। এরপরে যাত্রীবাহী একটি সিএনজির ৩/৪ জন যাত্রীকে এলোপাথারী মারধর করে তাদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। শেষে আরো ২ জন পথচারীকে মারধর করে মুল্যবান জিনিসপত্র লুট করা হয়। এদের মধ্যে ইসলামাবাদ পূর্ব সিকদার পাড়ার নুরুচ্ছফার একজন পুত্র রয়েছে বলে জানা গেছে। সে গাড়ীর ড্রাইভার। ঈদগাঁও বাজারের প্রিন্টিং ব্যবসায়ী কামরুল হক জানান, ডাকাতির শিকাররা ঈদগাঁও বাজার থেকে বাড়ী ফেরার পথে কয়েক দফে এ ঘটনা ঘটানো হয়। ডাকাতরা যাত্রী ও পথচারীদের ৫টি মোবাইল সেট, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র এএসআই শাহজালাল ছিনতাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফোনে খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে তিনি ও এএসআই পেয়ার আহমদ ঘটনাস্থলে গিয়ে তন্ন তন্ন করে খোঁজ খবর নেন।