আতিকুর রহমান মানিক
কক্সবাজারে সত্তর হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড। ১৬ এপ্রিল (রবিবার) সকালে শহর সংলগ্ন বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেল থেকে এসব জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, সাগরে নিয়মিত টহলের সময় নাজিরারটেক চ্যানেলের বিভিন্ন পয়েন্ট থেকে এসব জাল জব্দ করা হয়। কোস্টগার্ড কক্সবাজার ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এএইচ কবির অভিযানে নেতৃত্ব দেন। জব্দকৃত জাল দুপুরে কোষ্টগার্ড অফিস সংলগ্ন এলাকায় পুড়িয়ে নষ্ট করা হয়। কক্সবাজার মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি হুমায়ুন কবির, আবুল কালাম শফিকুর রহমান প্রমূখ এসময় উপস্হিত ছিলেন। জব্দ ও নষ্টকৃত জালের আনুৃমানিক মূল্য প্রায় পঁচিশ লাখ টাকা হবে বলে জানা গেছে।