হারুনর রশিদ,মহেশখালী:

মহেশখালী উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। ১৭এপ্রিল সকাল সাড়ে ১০টার সময় উপজেলার নিবার্হী অফিসার মোহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে মিলিত হয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শামশুল আলম, মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক গিয়াস উদ্দীন, মড়েল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন চৌধুরী, আদিনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠুন ভট্রাচার্য্য,মহেশখালী ডিগ্রী কলেজের প্রভাষক এহেছানুল করিম, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি হারুনর রশিদ। র‌্যালী ও আলোচনা সভায় মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্টানটি পরিচালনা করেন মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল বশর পারভেজ। উক্ত অনুষ্টানের সভাপতি মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম – ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলেধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।