নুরুল হোসাইন, টেকনাফ:
টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ পালিতত  হয়েছে। ১৭ এপ্রিল রোজ সোমবার টেকনাফ উপজেলা প্রশাসন কর্তৃক  আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী।

এবারের প্রতিপাদ্যের বিষয় ছিল ‘শেখ হাসিনার দর্শন-বাংলাদেশের উন্নয়ন’,‘উন্নয়নের গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র’, ‘শেখ হাসিনার দর্শন-সব মানুষের উন্নয়ন’।

সকাল ১১ টার দিকে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ পালন উপলক্ষ্যে র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, মিডিয়াকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে আলোচনা সভা টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদাউস হোসেন। একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবসারের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় সরকারী কর্মকর্তা ও সাংবাদিকগণ অংশ নেন।