ইমরান হোসাইন, কুতুবদিয়া থেকে :

কুতুবদিয়ায় আনোয়ার হোসেন (২২) নামের এক ইভটিজারকে গ্রেফতার করেছে কুতুবদিয়া থানা পুলিশ।

সোমবার (১৭এপ্রিল) ভোরে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণ ধুরং পূর্ব আলী ফকির ডেইল এলাকা থেকে ওই ইভটিজারকে গ্রেফতার করে। সে একই এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে। শারমিন আক্তার (১৫) নামের এক মাদ্রসা ছাত্রীকে নিয়মিত উত্যক্ত করার দায়ে ওই যুবককে আটক করা হয়।

শারমিন আক্তারের পিতা মনজুর আলম বলেন, আনোয়ার হোসেন আমার মেয়েকে মাদ্রাসায় যাওয়ার পথে নিয়মিত উত্যক্ত করে আসছিল। একাধিকবার সালিশ বৈঠকের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিরা তা মিমাংসা করার চেষ্টা করে আসলেও ওই বখাটে যুবক আমার মেয়েকে নিয়মিত উত্যক্ত করে চলছিল। তা থেকে নিস্তার পেতে মেয়েকে একে একে তিনটি মাদ্রসা পরিবর্তন করাই। এতেও রেহাই না পেয়ে আমি নিজে বাদী হয়ে কুতুবদিয়া থানায় মামলা (নং- ৬) দায়ের করি।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, ভিকটিমের পিতার অভিযোগের ভিত্তিতে ওই বখাটে যুবককে গ্রেফতার করা হয়েছে। আটককে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।