সিবিএন :

মুক্তি কক্সবাজারের উদ্যোগে GFATMI দাতা সংস্থা এবং ব্রাকের কারিগরি সহযোগিতায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর অধিনে কক্সবাজারের প্রথম ও স্বনামধন্য  বেসরকারী ছাত্রী নিবাস চৌধুরী গার্লস হোস্টেলে ১৫৫ জন ছাত্রী শিক্ষক ও কর্মচারীর জন্য দীর্ঘস্থায়ী কীটনাশকমুক্ত ১৫০টি মশারী বিছানা অনুসারে প্রদান করা হয় । উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌধুরী গার্লস হোস্টেলের পরিচালক অধ্যাপক আকতার চৌধুরী , মুক্তি কক্সবাজারের সদর উপজেলা ম্যানেজার মোহাম্মদ ওয়াহিদ মুরাদ , কর্মসূচী সংগঠক রায়হান মাহমুদ সেবচ্ছাসেবক বাপ্পী , হাশেম  এবং চৌধুরী গার্লস হোস্টেলের সুপার উম্মে হাবিবা ,২য় শাখার সুপার জোৎস্না ,  মেট্রন মাহফুজা বেগম।