সাদ্দাম হোসাইন, হ্নীলা :
বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ১৪২৪ বাংলা নববর্ষকে বরণ করেছে হ্নীলায় কর্মরত ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া)।
১৪এপ্রিল তথা ১৪২৪বঙ্গাব্দ বরণ উপলক্ষ্যে সকাল ১০টা হতে টেকনাফ নেচারপার্কে (ফারিয়া) প্রীতি ক্রিকেট ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাদে জুমা প্রীতিভোজের শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান একসভা ফারিয়ার সভাপতি রিদুওয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আজিজুল মোস্তফার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ম্যানেজার এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল ইসলাম,কেন্দ্রীয় ফারিয়া কমিটির সহসভাপতি আবু সুফিয়ান,বিভাগীয় সহসভাপতি নুরুল কবির, টেকনাফ ফারিয়ার সভাপতি জামাল হোছন,সাধারণ সম্পাদক সরওয়ার কামাল,সাংগঠনিক সম্পাদক ওমর সালেহীন,জুনায়েদ আলী চৌধুরী,সিরাজুল মোস্তফা লালু মেম্বার,আলমগীর চৌধুরী, শফিকুল ইসলাম চৌধুরী,মোঃ হানিফ,খোরশেদ আলম,ডাক্তার শাহজাহান,ডাঃ হাফেজ মুজিবুল হক,ডাক্তার এ,এম শাহেদ,ডাক্তার শংকর চন্দ্র দেব নাথ,হ্নীলা পল্লী চিকিৎসক সমবায় সমিতির সভাপতি ইউছুপ আলী ভূইঁয়া,সাধারণ সম্পাদক মুফিজুর রহমান,হ্নীলা ফারিয়া কমিটির উপদেষ্টা আনোয়ারুল ইসলাম,আব্দুর রহিম,আমির হোছন,রুহুল আমিন,শহীদুল ইসলাম,হ্নীলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার,টেসাসের সাবেক সভাপতি মুহাম্মদ ছলাহ উদ্দিন,টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন রশিদ,টেকনাফ সাংবাদিক ফোমের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ। এতে নববর্ষে দেশ ও জাতিসহ সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে আবারো উম্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হ্নীলায় পৃথক অভিযানে ইয়াবাসহ ২নারী আটক
সাদ্দাম হোসাইন, হ্নীলা।
টেকনাফে পুলিশ ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ২মহিলাকে আটক করেছেন।
সুত্রে জানাযায়,১৫এপ্রিল সকালে টেকনাফ মডেল থানার এসআই নাজমুল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা রসুলাবাদে বসত-বাড়ি ঘেরাও করে তল্লাশী চালিয়ে ১হাজার ১শ পিস ইয়াবা বড়িসহ পূর্ব লেদার ছিদ্দিক আহমদের মেয়ে রাশেদা বেগম(৩০)কে আটক করেন। একইদিন বিকাল ৩টারদিকে কক্সবাজার ডিবি পুলিশের এসআই মহসীন ভুইঁয়্যা গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় জওয়ানদের নিয়ে হ্নীলা পশ্চিম সিকদারপাড়া কালু হাজীর বাড়িতে ইয়াবা গণনার সময় অভিযান চালিয়ে ৩হাজার পিস ইয়াবা বড়িসহ পারভীন আক্তার নামে ১মিয়ানমারের নারীকে আটক করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত বাড়ির ইয়াবা ব্যবসায় সংশ্লিষ্টরা পালিয়ে যায় বলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান। এই ঘটনায় মাদক বাণিজ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিয়ে ধৃত মহিলাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চললেও একটি শক্তিশালী চক্র মোটাংকের বিনিময়ে পলাতক আসামী হওয়া থেকে তাদের রক্ষার জোর তদবীর চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

হ্নীলায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় পাহারাদার আহত
সাদ্দাম হোসাইন, হ্নীলা।
টেকনাফের হ্নীলায় স্বশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের হামলায় এক পাহারাদার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানাযায়,১৪এপ্রিল বিকেলে উপজেলার হ্নীলা পশ্চিম নয়াপাড়ায় পানির পাইপের পাহারায় নিয়োজিত স্থানীয় মুত আনু মিয়ার পুত্র রফিক (৩০) কে নয়াপাড়া শরণঅর্থী ক্যাম্পের ই ব্লকের ছৈয়দুর রহমানের পুত্র রহিমুল্লাহ ওরফে ডাকাত রহিমুল্লাহ,ডি ব্লকের আব্দু শুক্কুরের পুত্র আনু প্রকাশ নাগু ডাকাত,সি ব্লকের নেজাম উদ্দিনের পুত্র ফারুক,ডি ব্লকের আব্দু শুক্কুরের পুত্র হাকিম,ই ব্লকের মোঃ পেঠানের পুত্র বাবুল প্রকাশ বাইল্ল্যা ডাকাত মিলে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে ফেলে চলে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার উন্নতি না হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আলী এসব ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য,সম্প্রতি উক্ত এলাকায় স্বশস্ত্র রোহিঙ্গা ডাকাতদের তৎপরতা আশংকাজনক বেড়ে যাওয়ায় জনমনে অজানা আতংক বিরাজ করছে। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।