নিউজ ডেস্ক:
যারা বসে থাকার চাকরি করেন তাদের শরীরে মেদ জমে যায়, যা তাদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে পড়ে। নতুন এক গবেষণায় দেখা গেছে, ৪১ বছর বয়সী কর্মজীবীরা বেশি ছুটি নিয়ে থাকেন। পরবর্তী দশ বছরের মধ্যে তারা হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।
যারা কাজ করে থাকেন তাদের বেশি তরুণ ও স্বাস্থ্যবান থাকার সম্ভাবনা বেশি থাকার কথা। কিন্তু তাদের মধ্যেই সবচেয়ে বেশি হৃদরোগ হওয়ার আশঙ্কা দেখা যায়। হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়ায় ভোগার আশঙ্কা বেড়ে যায়।
এই গবেষণা ১,৭৪,৩২৯ জন শ্রমিকের ওপরে স্পেনের এমলাগা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। স্পেনের ইউরোপ্রিভেন্ট ২০১৭ সালের অধিবেশনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস।