প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফ সাংবাদিক ইউনিটি থেকে আমি জিয়াবুল হক ১৩ এপ্রিল স্ব-ইচ্ছায় পদত্যাগ করলাম। এখন থেকে এই সাংবাদিক ইউনিটির কোন কার্যক্রমের সাথে আমি সমপৃক্ত নই। কারণ সাংবাদিক ইউনিটি যে ধারায় প্রতিষ্ঠিত হয়েছিল সেই সাংবাদিক ইউনিটি আগের মত নেই। এর আগে উক্ত সাংবাদিক ইউনিটির সিনিয়র-সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। বর্তমানে সাংবাদিক ইউনিটির নিয়মনীতি চলছে বেশ কয়েকজন সাংবাদিকের নিজের স্বার্থ হাসিল করার জন্য। যে খানে রয়েছে স্বরাষ্ট ্রমন্ত্রালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। সাংবাদিক ইউনিটি গঠন করার সময় কোন ধরনের স্বরাষ্ট্রমন্ত্রালয়ের তালিকাভুক্ত সাংবাদিক, অপরাধ জগতে জড়িত সাংবাদিক, নিয়মিত লেখক ছাড়া কোন সাংবাদিক নেওয়া যাবে না বলে সিদ্ধান্ত হয়েছিল। সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার এক বছর পর উক্ত ইউনিটির কয়েকজন নিজের স্বার্থ হাসিল করার জন্য ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় জড়িত থাকা বেশ কয়েকজন ব্যক্তিকে সাংবাদিক ইউনিটির সদস্য করে। তার পাশাপাশি এক বছর পর পর নতুন কমিটি করার সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তে বলা হয়েছিল যারা একবার দায়িত্বে থাকবে তারা ২য় বার দায়িত্ব পালন করতে পারবে না। কিন্তু সেই সিদ্ধান্তকে তোয়াক্কা না করে তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য পুনরায় কমিটি গঠন করে। এই সমস্ত নিয়মনীতি বহির্ভুত আচরনের কারনে আমি স্ব-ইচ্ছায় টেকনাফ সাংবাদিক ইউনিটির সকল কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।

নিবেদক:

জিয়াবুল হক

দৈনিক সুপ্রভাত বাংলাদেশ ও দৈনিক ইনানী, টেকনাফ উপজেলা নিজস্ব প্রতিনিধি। ভারপ্রাপ্ত সম্পাদক অনলাইন নিউজ আমাদের টেকনাফ ডট কম। মোবাইল নং ০১৮১১৫৩২৮৫৭