রফিক মাহমুদ, উখিয়া:

সেভ দ্য সিলড্রেন ইন্টারন্যাশনালের আর্থিক সাহয়তায় আরডিএফ এর বাস্তবায়নে (ইএলসিএমইসি) প্রজেক্টের উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
১২ এপ্রিল বুধবার সকাল ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার, হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী গফুর মিয়ার খিল নামক এলাকায় (ইসিসিডি) সেন্টারের সমাজের সুবিধাবঞ্চিত ২৫ জন শিশুদের মাঝে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল প্রতিটি শিশুর জন্য ব্যাগ, খাতা, পেন্সিল বক্স, সাবান, ডেটল, হ্যান্ড ওয়াশ, টুথপেষ্ট, টুথব্রাশ, নীলকাটার ও ছাতা সহ বিভিন্ন উপকরণ সামগ্রী।

ইসিসিডি সেন্টার পরিচালনা কমিটির সভাপতি হাবিব উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠতি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনজিও সংস্থা আরডিএফ এর টেকনাফ উপজেলার প্রজেক্ট অফিসার রফিক উদ্দিন, ফিল্ড অফিসার জাফর আলম, জসিম উদ্দিন। এছাড়াও শিশুদের অভিভাবক ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।