৩৭ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ 

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম জহুর আহম্মদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৩৭তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ৩৭ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০১৬-১৭ প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে কক্সবাজার জেলা দলের অনুশীলন আগামী ১২ এপ্রিল বুধবার থেকে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে শুরু হবে। নি¤েœাক্ত খেলোয়াড়দের উক্ত দিন দুপুর ২-৩০মিনিটে ক্রিকেট সরঞ্জামসহ ড্রেস পরিধান করে এবং ভোটার আইডি কার্ড/ জন্ম নিবন্ধন(যদি ভোটার আইডি না থাকে) ও ৩কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন (০১৯১৫৪৫৮৩১৫) এর কাছে রির্পোট করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এম আশরাফুল আজিজ সুজন।খেলোয়াড়গণের নামের তালিকা যথাক্রমে- মোঃ ইউনুস ( বামহাতি স্পিন ) , মোঃ আরমান খান (ব্যাটসম্যান), কামরুল হোছাইন (ব্যাটসম্যান), মোঃ রাজু (ফাস্ট বোলার), নুরুল আজম খোকা (কিপার), হুমায়ুন কবির রিপন (কিপার), তারেক চৌধুরী (ফাস্ট বোলার), জুনায়েদ চৌধুরী (ডানহাতি লেগ স্পিন), শাহজাহান স¤্রাট (ডানহাতি অফ স্পিন), মোঃ সাগর (ব্যাটসম্যান), কামরুল হোসেন জুনিয়র (ব্যাটসম্যান), আবদুল্লাহ আল হিরু ( ব্যাটসম্যান), তানভির আজম জুনিয়র (ব্যাটসম্যান), মাহমুদুল হক ইমন (ফাস্ট বোলার), সাদমান সাকিব (অনুর্ধ্ব-১৮ ব্যাটসম্যান), সাজ্জাদুল ইসলাম সুকর্ণ (অনুর্ধ্ব-১৮ ব্যাটসম্যান), তাহমিদ শুভ (অনুর্ধ্ব-১৮ ব্যাটসম্যান), হুমায়ুন চৌধুরী (অনুর্ধ্ব-১৮ বামহাতি স্পিন বোলার), রুহুল্লাহ (অনুর্ধ্ব-১৬ ব্যাটসম্যান), রাহিনুল ফয়েজ রাহি (অনুর্ধ্ব-১৬ বামহাতি স্পিন বোলার)।