নিজস্ব প্রতিবেদক

মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে রামু সরকারি কলেজ সংলগ্ন হক ম্যানশনে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার সহকারী পরিচালক, প্রবীণ আলেমেদ্বীন হাফেজ মাওলানা আব্দুল হক।

তিনি বলেন, ক্রিড়া-সংস্কৃতির জন্য রামু প্রসিদ্ধ। মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার মতো প্রতিষ্ঠানের কারণে শিক্ষানগরে পরিণত হবে রামু।

প্রিন্সিপাল মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা নজিব আহমদ, রামু কলঘর আবু বকর ছিদ্দিক ইসলামিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা শরীফুল হক, হক ম্যানশনের মালিক আকবর আহমদ, কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর।

শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফেজ ফয়সাল উদ্দিন।

শিক্ষক মাওলানা হাফেজ মিযানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্যে প্রিন্সিপাল মাওলানা বশির উদ্দিন বলেন, দ্বীনি শিক্ষা ও সঠিক পরিচর্যার অভাবে অনেক সন্তান অকালে ঝরে পড়ে। দ্বীনদার, প্রকৃত দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে মানারাতুল উম্মাহ মডেল মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। সবার সহযোগিতায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব, ইনশাআল্লাহ।